Current_Affairs
1. জিমনস্টিক বিশ্বকাপে স্বর্ণপদক জিতলেন কে?
- দীপা কর্মকার
2. জিমনস্টিক বিশ্বকাপ 2018 কোথায় অনুষ্ঠিত হলো?
- তুর্কি
3. স্যামসাং এর সবচেয়ে বড় ফ্যাক্টরির উদ্বোধন কে করলেন?
- নরেন্দ্র মোদি
4. RBI কোথায় স্থাপিত হয়েছিল?
- কলকাতা
5. 2018 এশিয়া গেমসে ভারতীয় পুরুষ হকি দলের নেতৃত্ব কে দেবেন?
- পি আর শ্রীজেশ
6. 2018 এশিয়া গেমস কোথায় অনুষ্ঠিত হবে?
- ইন্দোনেশিয়া
7. সম্প্রতি ইস্তফা দিলেন ডেভিড ডেভিস। তিনি কিসের সচিব ছিলেন?
- ব্রেকসিট
8. সম্প্রতি কোন উপন্যাসকে 50 বছরের শ্রেষ্ঠ বুকার প্রাইজ ঘোষণা করা হলো?
- The English Patient
9. The English Patient উপন্যাস কার লেখা?
- মাইকেল ওডাটেজে
10. সম্প্রতি কোন দেশ পরিবেশ দূষণকারী কোম্পানির বিরুদ্ধে প্রস্তাব পেশ করলো?
- ইজরাইল
11. সম্প্রতি ভারত ও দক্ষিণ কোরিয়া বিজ্ঞান ও প্রতিযোগিতা মূলক ক্ষেত্রে ওপর কটি মৌ স্বাক্ষর করলো?
- 5 টি
12. সম্প্রতি নিযুক্ত ব্রিটেনের নতুন বিদেশ সচিবের নাম কি?
- জেরেমি হান্ট
13. সম্প্রতি হতে চলা ডাটা ফর ইন্ডিয়া এর গোল টেবিল বৈঠক কোথায় অনুষ্ঠিত হবে?
- নিউ দিল্লি
14. ডাটা ফর ইন্ডিয়া এর গোল টেবিল বৈঠক এর উদ্বোধন কে করবেন?
- ডি বি সদানন্দ গৌড়া
15. সম্প্রতি ন্যাশনাল হেলথ স্টেক এর রূপরেখা কোন সংগঠন বানালো?
- নীতি আয়োগ
16. সম্প্রতি AIU এর নতুন অধ্যক্ষ কে হলেন?
- প্রফেসর সন্দীপ সঞ্চিতি(উপরে ছবি)
17. AIU এর পুরো নাম কি?
- অ্যসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিস
18. ভোডাফোন কোম্পানির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত?
- লন্ডন
19. আইডিয়া কোম্পানির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত?
- মুম্বাই
20. সম্প্রতি কোথায় পৃথিবীর সবচেয়ে পুরোনো রং পাওয়া গেলো?
- সাহারা মরুভূমি, আফ্রিকা
21. সম্প্রতি বিশ্ব জনিসংখ্যা দিবস কবে পালিত হলো?
- 11 জুলাই
22. 2018 বিশ্ব জনসংখ্যা দিবসের থিম কি?
- Family planning is a human right
23. সম্প্রতি প্রকাশিত বিশ্ব ব্যাংকের রিপোর্ট অনুযায়ী বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থব্যবস্থা কোন দেশের?
- ভারত
24. বিশ্ব ব্যাংকের বর্তমান প্রেসিডেন্টের নাম কি?
- জিম ইয়ং কিম
25. সম্প্রতি ভারত-কোরিয়া বিনিময় কেন্দ্রের উদঘাটন কোথায় হলো?
- নিউ দিল্লি
26. সম্প্রতি মাইক্রোসফট কোন রাজ্যের ছাত্রদের ডিজিটাল শিক্ষা প্রদানের জন্য চুক্তি স্বাক্ষর করলো?
- রাজস্থান
27. সম্প্রতি কোন ভারতীয় বিশ্বের সবচেয়ে বড় জোয়ালামুখিতে চড়লেন?
- সত্যরূপ সিদ্ধান্ত(উপরে ছবি)
28. সম্প্রতি ধনলক্ষী ব্যাংকের MD এবং CEO কে হলেন?
- টি লতা
29. কোন রাজ্য ইজ অফ ডুইং বিজনেস এ শীর্ষে রয়েছে?
- অন্ধ্রপ্রদেশ
30. ভারতের প্রথম নিজস্ব UAV ফ্যাক্টরি কোথায় স্থাপিত হবে?
- কোটা, রাজস্থান