১. সম্প্রতি এশিয়ান প্যারা গেমস এর শেষ দিনে ভারত কতগুলি সোনা জিতেছে ?
= দুটি
Notes:-
i. এবছর এশিয়ান প্যারা গেমসে ভারত মোট 72 টি পদক জিতেছে । এর মধ্যে মোট 15 টি সোনা ।
ii. এবছর এশিয়ান প্যারা গেমস ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত হয়েছে ।
২. সম্প্রতি সুলতান জোহর কাপ জুনিয়র হকি চ্যাম্পিয়নশিপে ভারতকে কোন দল হারিয়েছে ?
= ব্রিটেন
Notes:-
i. সুলতান জোহর হকি কাপে ব্রিটেন ভারতকে হারিয়েছে । এবছর উক্ত খেলা অনুষ্ঠিত হয়েছে মালয়েশিয়া তে ।
ii. মালয়েশিয়ার রাজধানী হল কুয়ালা লামপুর । মালয়েশিয়ার মুদ্রার নাম হলো মালয়েশিয়ান রিংগিত । মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী হলেন মহাথির বীর মোহম্মদ ।
৩. সম্প্রতি সংযুক্তরাষ্ট্র খাদ্য ও কৃষি সংগঠনের স্বর্ণপদক কে জিতেছে ?
= সিকিম
Notes:-
i. সম্প্রতি সিকিম সংযুক্তরাষ্ট্র খাদ্য কৃষি সংগঠনের স্বর্ণ পদক জিতেছেন ।
ii. সিকিমের রাজধানী গ্যাংটক । সিকিমের বর্তমান মুখ্যমন্ত্রী হলেন পি কে চামলিং । সিকিমের বর্তমান গভর্নর হলেন গঙ্গাপ্রসাদ ।
৪. সম্প্রতি অনুষ্ঠিত হায়দ্রাবাদ টেস্টে ভারত ওয়েস্ট ইন্ডিজকে কত উইকেটে হারিয়েছে ?
= 10
Notes:-
i. সম্প্রতি হায়দ্রাবাদ টেস্ট অনুষ্ঠিত হয়েছে । এই টেস্ট জিতেছে ভারত । 10 উইকেটে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজ জিতলো ভারত ।
৫. সম্প্রতি মন্ত্রিসভা কত গুলি রাজ্যে ন্যাশনাল এনভায়রনমেন্ট সার্ভে করার কথা জানিয়েছে ?
= 24 টি
Notes:-
i. সম্প্রতি 24 টি রাজ্যে ন্যাশনাল ইনভাইরনমেন্ট সার্ভে করার কথা জানিয়েছে মন্ত্রিসভা ।