কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট আফেয়ার এর প্রশ্ন উত্তর


ভারতের সবচেয়ে স্বচ্ছ রাজ্য কোনটি?- ঝাড়খন্ড
 সম্প্রতি মাদাম তুসোর মিউজিয়ামে কোন ভারতীয়র প্রতিকৃতি বানানোর সিদ্ধান্ত নিলো?- বাবা রামদেব
 ইউনাইটেড নেশনস কবে প্রতিষ্ঠিত হয়?- 24 শে অক্টোবর 1945
 2018 ফ্রেঞ্চ গ্রান্ড প্রিক্স কে জিতলেন?- লুইস হ্যামিল্টন
 সম্প্রতি কোন অভিনেত্রী ফ্রান্সিসি সম্মান পেলেন?- কালকি কোচেলি

 ২০১৮ সালে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালএর সাম্প্রতিক রিপাের্ট অনুযায়ী, জাত পাতের ঘৃণা বা, বিদ্বেষজনিত অপরাধে ভারতের কোন রাজ্য শীর্ষ স্থানে রয়েছে—উত্তর প্রদেশ (দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে। যথাক্রমে গুজরাত ও রাজস্থান)।

ব্রিটেনের প্রথম মহাকাশ বন্দর কোন দেশে গড়ে উঠতে চলেছে – স্কটল্যান্ডে (এজন্য ২৫ লাখ টাকা খরচ করা হচ্ছে। সেখান থেকে স্যাটেলাইট ও সব মহাকাশযান ওঠা-নামা করবে)।

 কোন দেশ সম্প্রতি ব্যক্তিগত মালিকানাধীন সম্পদ বা, সম্পত্তিকে সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিল – কিউবা (কমিউনিস্ট শাসিত কিউবায় এতদিন ব্যক্তিগত সম্পত্তিকে পুঁজিবাদের নিদর্শন বলে গণ্য করা হত)।

পঞ্জাব বিশ্ববিদ্যালয়এর ভাইস চ্যান্সেলর এখন কে – রাজ কুমার।

 ২০১৮ সালে কোন দেশ বিমস্টেক সম্মেলন আয়ােজন করতে চলেছে – নেপাল।

 The House of Islam: A Global History’ বইটির লেখক কে – এদ হুসেইন।

 নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবসকবে পালিত হয় – ১৮ জুলাই।

 মহারাষ্ট্রের কোঙ্কন এলাকার সুপরিচিত কর্মী রাজমাতা সাতভাশীলা দেবী ভােসলে (৮৩ বছর) কবে মারা এ যান – ২০১৮ সালের ১৮ জুলাই।

 ২০১৮ সালে অষ্টম রিক আস্থ্য মন্ত্রীদের সম্মেলন কোন দেশের কোন শহরে অনুষ্ঠিত হয়েছে – দক্ষিণ আফ্রিকার ডারবান শহরে।

।ভারতের কোন রাজ্য সরকার সম্প্রতি অবসরভাতা ভােগীদের জন্য অনলাইন পাের্টাল ‘আবহার আপকি সেওয়া কা’ চালু করেছে – ছত্তিশগড় সরকার।

। ২০১৮ সালে নয়াদিল্লিতে অনুষ্ঠিত দশম দিল্লি ডায়ালােগএর থিম কী ছিল – স্ট্রেংথনিং ইন্ডিয়া-এশিয়ান মেরিটাইম কো-অপারেশন।

। হিন্দি সাহিত্যের লেখক গােপালদাস সাক্সেনা নীরজ (৯৩ বছর) কবে মারা যান – ২০১৮ সালের ১৯ জুলাই।

 বিশ্ব যুব দক্ষতা দিবস কবে পালিত হয় – ১৫ জুলাই।

 ২০১৮ সালে বিশ্ব যুব ‘দক্ষতা দিবস এর থিম কী ছিল — ইমপ্রুভিং দ্য ইমেজ অফ টিভিইটি খেলাধুলা

 ২০১৮ সালে রাশিয়া ফুটবল বিশ্বকাপএ কোন দল চ্যাম্পিয়ন হল– ফ্রান্স (ক্রোয়েশিয়াকে ৪-২ গােলে হারিয়ে)।

 ২০১৮ সালে ১২২তম আইএফএ শিল্ডএ কোন দল চ্যাম্পিয়ন হল – ইস্টবেঙ্গল (মােহনবাগানকে টাইব্রেকারে হারিয়ে)।

 ২০১৮ সালে ইডেনে সিএবির প্রথম ডিভিশন সুপার লিগএ কোন দল চ্যাম্পিয়ন হল – মােহনবাগান (ইস্টবেঙ্গলকে হারিয়ে)।

 গােটা মরসুম জুড়ে অসামান্য খেলার জন্য কে ২০১৮ সালে ক্রিকেট অ্যাসােসিয়েশন অফ বেঙ্গলএর (CAB) বর্ষসেরা ক্রিকেটারএর পুরস্কার পেতে চলেছেন – বাংলার ক্রিকেটার অভিমন্যু ঈশ্বরণ।

 কে সম্প্রতি প্রথম পাক-ই-স্তানি ব্যাটসম্যান হিসাবে একদিনের ক্রিকেটে দ্বিশতরান করলেন — ফকর জমান (১৫৬ বলে অপরাজিত ২১০ রান করেন ফকর। জিম্বাবােয়ের বিরুদ্ধে সিরিজের চতুর্থ একদিনের ম্যাচে এই নজির গড়লেন তিনি)।

। ২০১৮ সালে ফ্রান্সে অনুষ্ঠিত সতেভিল অ্যাথলেটিক্স মিট’এ জ্যাভলিন থ্রোয়িংয়ে কে সােনার পদক পেলেন – ভারতের নীরজ চোপড়া (৮৫.১৭ মিটার ছুঁড়ে)।