কোন বিশ্ববিদ্যালয় প্রথম সংস্কৃত বিভাগে অনলাইন শিক্ষা শুরু করেছে


1. সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয় প্রথম সংস্কৃত বিভাগে অনলাইন শিক্ষা শুরু করেছে ?
= JNU
Notes:-
i. JNU এর পুরো কথা হলো জহরলাল নেহেরু ইউনিভার্সিটি । JNU প্রথম সংস্কৃত বিভাগে অনলাইন শিক্ষা শুরু করলো ।

2. সম্প্রতি WHO কোন দেশকে পোলিওমুক্ত দেশ হিসেবে ঘোষণা করল ?
= ভারত
Notes:-
i. সম্প্রতি WHO ঘোষণা করল ভারত হলো একটি পোলিও মুক্ত দেশ । WHO এর পুরো কথা হলো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ।
ii. WHO এর হেড কোয়ার্টার সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত । WHO প্রতিষ্ঠিত হয় 7 এপ্রিল 1948 তারিখে ।

3. ওয়ার্ল্ড এগ ডে কবে পালিত হলো ?
= 12 ই অক্টোবর
Notes:-
i. সম্প্রতি 12 ই অক্টোবর 2018 তারিখে ওয়ার্ল্ড এগ ডে পালিত হলো । প্রতি বছর অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার এটি পালন করা হয় ।

4. সম্প্রতি মহিলা T20I র‍্যাংকিং এ ভারতের স্থান কত?
= পঞ্চম
Notes:-
i. সম্প্রতি প্রকাশিত মহিলা T20I র‍্যাংকিং এ ভারতের স্থান পঞ্চম । প্রথম স্থানে রয়েছে অস্ট্রেলিয়া । মহিলা T20I র‍্যাংকিং এ মোট দেশ সংখ্যা হল 46 টি ।

5. গোয়া মেরিটাইম সিম্পসিয়াম কবে অনুষ্ঠিত হবে ?
= 16 অক্টোবর 2018
Notes:-
i. 16 অক্টোবর 2018 তারিখে গোয়া মেরিটাইম সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে । এ বছরের থিম হলো বিল্ডিং স্ট্রংগার মেরিটাইম পার্টনারশিপ ইন ইন্ডিয়ান ওসিয়ান রিজিওন ।